গৃহকর্ত্রী-- এই নাও এক হাজার টাকা। তবু কারো কাছে বলো না।
বুয়া-- আফা, আপনের শাড়ীডা আমার খুব পছন অইছে। এইডা আমারে দিয়ে দেন।
গৃহকর্ত্রী-- কি , তর এত বড় সাহস?
বুয়া-- না দিলে কিন্তু সবাইরে কইয়া দিমু।
গৃহকর্ত্রী-- না বুয়া, জানাজানি হইয়া গেলে মান সম্মান থাকবো না। এই নাও শাড়ী।
বুয়া-- আফা, আমার পোলাডা খালি মিষ্টি খাইবার চায়। যদি ফ্রিজ থেকে কয়েকটা মিষ্টি দিতেন?
গৃহকর্ত্রী-- এই নাও মিষ্টি। এইবার যাঅ, কারো কাছে কইয়ো না।
অতিথি-- (অবাক হয়ে) কি হল ভাবী? কি এমন কথা, যা জানাজানি হওয়ার ভয়ে, বুয়াকে এত কিছু দিয়ে দিলেন?
……
…
…
…
গৃহকর্ত্রী-- শোণ, কাউকে বলো না। আমাদের ছেলেটা গতকাল স্কুল হতে পদক পেয়েছে। এটা যদি জানাজানি হয়, মান ইজ্জত থাকবে? যে দেশে মখা পদক পায়, ডিসি হারুন পদক পায়, সে দেশে পদকই তো সবচেয়ে নিকৃষ্ট জিনিস!
মজা করুন, মজা দেন , মজা লন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



