সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সংগঠনটি 'ব্লাক ডেথ মিশন' নামের একটি কর্মপন্থা গ্রহণ করেছে। এই মিশনের প্রায় ২০০ প্রশিক্ষিত সদস্য সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারির গহীন অরণ্যে পরস্পরের হাত ধরে শপথ নিয়েছে।
এই মিশনের প্রথম ও প্রধান টার্গেট হলো শাহবাগের অভ্যত্থানের নায়ক ও পুলিশ কর্মকর্তাদেরকে হত্যা, অপরহরণ ও গুমের মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করা এবং যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্থ করা।
নির্ভরযোগ্য সূত্র মতে, চলতি মাসের মধ্যেই তারা কয়েকটি অপারেশন করতে দৃঢ় প্রতিজ্ঞ।
জামাত সম্পর্কে অভিজ্ঞ মহলের ধারণা- মিরপুরে ‘থাবা বাবা’ ওরফে আহম্মেদ রাজীব হায়দার নামের ব্লগারের নৃশংস হত্যাকাণ্ড ব্লাক ডেথ মিশনের প্রথম অপকর্ম।
গোয়েন্দা সূত্র মতে কক্সবাজারের রোহিঙ্গাদের মধ্যে জামাতের ব্যাপক সমর্থন রয়েছে। কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের গহীন অরণ্যে জামাতের একাধিক ট্রেনিং ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পে ২০/২৫ থেকে ১০০/১৫০ পর্যন্ত প্রশিক্ষিত ক্যাডার কাজ করে থাকে। জামায় নিয়ন্ত্রিত বিভিন্ন ব্লগে তারা একের পর এর হুমকীর মধ্যেমে জানান দিচ্ছে যে, প্রয়োজনে ১০ লক্ষ জামায় কর্মী শহীদ হবে।
জামাতের এই পরিকল্পনা সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছে। তাদের তৎপরতা রোধ করার জন্য দেশব্যাপী শিগগিরই চিরনী অভিযান চালানো হবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও কোষ্টগার্ডের সমন্বয়ে গঠিতব্য একটি বিশেষ টিমের মাধ্যমে এই অভিযান চালানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এদিকে জামাতের পরিকল্পনা হলো- সরকারের শেষ সময় মরণ কামড় দেয়া। সরকারি ও বিরোধী দলের জনপ্রিয় রাজনৈতিক নেতারাও তাদের টার্গেটের মধ্যে রয়েছেন। হত্যা ও গুমের পাশাপাশি পুরোনা রগকাটা সংস্কৃতি চালুর ব্যাপারে তকারা একমত হয়েছে।
তাদের বিশ্বাস নিরস্ত্র ঊর্ধতন পুলিশ কর্মকর্তা, রাজনীতিবীদ এবং শাহবাগের নায়কদেরকে সুবিধামতো সময়ে হাত ও পায়ের রগ কেটে দেয়া গেলে চারিদিকে প্রচন্ড ভীতির সঞ্চার হবে। এরই মধ্যে তারা অনেককেই বেনামী চিঠি এবং এসএমএস-এর মাধ্যমে হুমকী দিচ্ছে বলে জানা গেছে।
তাই জনস্বার্থে সবাইকে অতীব সচেতন ও সতর্ক থাকার অনুরোধ করা যাচ্ছে।অবশ্যই বাইরে যাবার আগে বাসার মানুষ অথবা পরিচিত কাওকে জানিয়ে যান।সঙ্গে কাউকে না কাউকে রাখার চেষ্টা করুন।জোটবদ্ধভাবে থাকুন যথাসম্ভব এবং একাকি নির্জন এলাকায় অথবা ঝুঁকিপূর্ণ এলাকায় একা যাতায়াত না করাই শ্রেয়।
কেননা আমাদের এই লড়াই জিততে হলে নিজেদের নিরাপদ ও সতর্ক থাকতে হবে এবং অন্যদেরকেও এবারে সচেতন করতে হবে।
তবেই বিজয় সুনিশ্চিত।
জয়______________________________________বাংলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




