কোটা ব্যাপারটা নিয়ে একটা সুন্দর কথা শুনেছিলাম:
একটা ঘোড়ার রেইসে যদি সবল ঘোড়ার সাথে দুর্বল ঘোড়াকে পাশাপাশি চালাতে চাই তাহলে দুর্বল ঘোড়াগুলোকে সবল ঘোড়াগুলো অপেক্ষা কিছু বেশি খাওয়ার খাইয়ে সবলের সমপর্যায়ে আনতে হয়। এটাই হলো অগ্রাধিকার। নামান্তরে কোটা প্রথা ।
এখন প্রশ্ন হচ্ছে, যারা যোগ্য, উন্নত মেধার অধিকারী তাদের বাদ দিয়ে, যারা পিছিয়ে আছে- দুর্বল -অপেক্ষাকৃত কম যোগ্যতার অধিকারী তাদের BCS এর মত এমন গুরুত্বপুর্ণ স্থানে কোটার মাধ্যমে আমরা স্থান দেব কিন না ?
অনেকে বলছেন, অন্য কোটা নয় মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকুক। মুক্তিযোদ্ধারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন। জাতির উচিত তাদের সন্তানদের একটা সরকারী চাকরী দেওয়ার মাধ্যমে তাদের এইটুকু সম্মান জানানো।
আমার স্ট্যান্ডটা ক্লিয়ার। দান-খয়রাতের যায়গা কিংবা অনুভুতির যায়গা BCS না। উপজাতি-মহিলা কোন প্রকার কোটা থাকারই দরকার নেই। আরও অনেক সরকারী চাকরী আছে। সেখানে তাদের কাজ দেওয়া হোক। BCS এর মত একটা পরীক্ষা যেখান থেকে পাশ করে, তারা System চালাবে- প্রশাসন চালাবে- গোটা দেশ চালাবে সেখানে কোন কম্প্রোমাইজ চলবে না। আমাদের এই অনুভূতি আর কম্প্রোমাইজের কারনেই প্রশাসনে অযোগ্যদের ঠাই হয়। আর দেশ যায় গোল্লায় ।
সরকারের সুমতি হোক। লেভেল প্লেইং ফিল্ড হোক । যে জেতার সে এমনি জিতবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




