কিছুদিন আগেই একটি পোস্ট করেছিলাম 'পুতিনের হুমকি ধামকিতে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ হবে না' শিরোনামে; আজ তা বাস্তবায়ন হলো। খুব শিঘ্রই সুইডেনও ন্যাটোতে যুক্ত হচ্ছে।
ন্যাটোতে যোগদানের নথি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের (ডানে) হাতে তুলে দিচ্ছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো (বাঁয়ে)। এ সময় উপস্থিত ছিলেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গছবি: এএফপি
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৩১তম সদস্য হলো ফিনল্যান্ড। শিগগিরই ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে ফিনল্যান্ডের পতাকা উড়বে। আজ মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের হাতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তোর ন্যাটোতে যোগদানের নথি তুলে দেওয়ার মাধ্যমে এ জোটে যোগদানের চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে। ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি ধাক্কা। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর আগে পুতিন একাধিকবার ন্যাটোর সম্প্রসারণের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ন্যাটোতে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তিতে রাশিয়ার সঙ্গে এখন ন্যাটোর সীমান্ত দ্বিগুণ হয়ে গেল। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের পূর্বাঞ্চলে ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে। ফিনল্যান্ড ও সুইডেন এর আগে নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করেছিল। কিন্তু ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরু হলে তারা ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করে। ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুচ্ছেদ অনুসারে, ন্যাটো সদস্যভুক্ত কোনো দেশের ওপর আক্রমণ পুরো ন্যাটোর ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এর অর্থ ফিনল্যান্ডের ওপর যদি কোনো আঘাত আসে বা ফিনল্যান্ড যদি আক্রান্ত হয়, তাহলে যুক্তরাষ্ট্রসহ সব ন্যাটো দেশ সাহায্যের জন্য এগিয়ে আসবে। ইউক্রেনে রুশ হামলার পর ফিনল্যান্ডের ৮০ শতাংশ জনমত ন্যাটোতে যোগদানের পক্ষে ছিল।
আজ মঙ্গলবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ন্যাটো জোটে আসায় ফিনল্যান্ড এখন নিরাপদ এবং আরও শক্তিশালী হবে। প্রেসিডেন্ট পুতিনের ন্যাটোর ওপর আক্রমণের লক্ষ্য ছিল যাতে তাদের সীমান্তে ন্যাটোর সদস্যদেশ কম থাকে। ইউরোপে ন্যাটোর সদস্য যাতে না বাড়ে, সে লক্ষ্যও ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু ঠিক এর বিপরীত ঘটনা ঘটল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এ পরিস্থিতি পুতিনকে ধন্যবাদ জানাতে প্রলুব্ধ করছে। কারণ, তিনি রুশ আগ্রাসন রুখতে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রাখতে চেষ্টা করেছেন। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেন, তাঁদের গুরুত্বপূর্ণ প্রাথমিক কাজ এখনো বাকি। কাজটা হলো, সুইডেনকে সদস্যপদ পেতে সাহায্য করা। ন্যাটো মহাসচিব বলেন, পরবর্তীকালে সুইডেন যাতে ন্যাটোর সদস্যপদ পেতে পারে, তা নিশ্চিত করতে ন্যাটো সদস্যদের কাজ করতে হবে। ন্যাটোতে যোগ দিতে হেলসিঙ্কির এক বছরের কম সময় লেগেছে। আজ মঙ্গলবার ন্যাটোর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিনল্যান্ডকে ৩১তম সদস্যপদ দেওয়ার ঘটনা ঘটল। ন্যাটোর মার্কিন দূত জুলিয়ান স্মিথ বলেন, ‘ফিনল্যান্ড দারুণ মিত্র। দেশটির সক্ষমতাও ব্যাপক। এ ছাড়া এর নীতি ন্যাটোর সঙ্গে মেলে। আমরা ন্যাটোর টেবিলে আসতে তাদের বাধাহীন রূপান্তরের প্রত্যাশা করি।’জুলিয়ান স্মিথ বলেন, তিনি আশা করছেন আগামী জুলাই মাসে লিথুয়ানিয়ায় পরবর্তী ন্যাটো সম্মেলনে সুইডেনের যোগদানের বিষয়টি নিশ্চিত হতে পারে।
বিস্তারিত: প্রথম আলো।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ১০:০১