মিরপুর ১নং থেকে কাওরান বাজার আসতে হয় প্রায় প্রতিদিনই।
এই আসা যাওয়ার মাঝে প্রতিদিনই যে লেখাগুলোতে চোখ আটকে যায়, তা হচ্ছে, বিভিন্ন কার্যালয়ের বানান। কার্যালয়গুলো সাধারনত সরকারী অফিস। অথচ তাদের কার্যালয়গুলোর বেশির ভাগেরই বানান "কার্য্যালয়" লেখা।
কিন্তু কেন ???
হতে পারে
১. ঐ কার্যালয়ে এমন কেউ নেই যিনি কোন বানানটি সঠিক, এটা জানেন না।
২. ঐ কার্যালয়টি যে মন্ত্রনালয় বা অধিদপ্তরের অধীন, সেই মন্ত্রনালয় বা অধিদপ্তরের কারো নজরে কখনও এই ভুল বানানটি চোখে পড়েনি।
যদি কারণগুলো এরকম না হয়, তবে কি আমাদের ইচ্ছার অভাব। আমরা কি ইচ্ছা করে আমাদের মাতৃভাষাকে অপমান করছি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




