
গ্রীক দেশের রাজা থেকে শুরু করে প্রজা সবাই বউয়ের অত্যাচারে অতিষ্ট ছিল । এক পর্যায়ে সবাই সিদ্বান্ত নিল এর জন্য যথাযথ বিপৱব সাধস করা দরকার।রাজ্যসভার সিদ্বান্ত মতে সভা ডাকা হলো রাজ্যের অদুেও পাহাড়ে যাতে নিরাপদে সভা করা যায়। সভায় অনেক লোক জমা হলো, যে যার মত মনের কথা বলে চলল ,বিবাহিত জীবনের বিতর্কিত সব কথা।হঠাৎ লৰ্য করল কেউ একজন পাহাড়ের ওদিক থেকে দৌড়ে আসছে,সবার দৃষ্টি তার দিকে,,,
সবা্ই পালান.. .. সবাই পালান.. .. .. আপনারা মিটিং করছেন শুনে আপনাদের স্ত্রীরা ঝাড়ু নিয়ে আসছে..
শোনামাত্র সভাপন্ড। যে যার মত পালাল।রাজা বসে র্ইলেন নিজের মত,
মন্ত্রী: মহাশয় আপনার সাহস তো সবাইকে হার মানাল কিন্তু এবারের মত পালান, বলে যখনই রাজার হাত ধরে টান দিলেন দেখলেন একি পুরো জমে গেছে ,মহাশয় তো হার্ট ফেল করেছে ।
ঘটনাটি একটু ভিন্ন ¯^v‡` .. ... ..
সভায় রাজা বললেন তোমাদের মধ্যে কে কে বউকে ভয় পাও না তারা পাহাড়ের ওপাশে দাঁড়াও আর যারা ভয় পাও তারা এ পাশে । মুহুর্ত্যেই সভা ফাঁকা। যে যার মত চলে গেল দৰিণ প্রান্তে..শুধু একটি লোক ছাড়া,রাজা তো মহাখুশি ্অন্তত একটা পাওয়া গেল যে তার বউকে ভয় পায় না ,রাজা উৎসুক ভাবে বললেন তুমি তোমার বউকে ভয় পাও না ,
লোকটি ভয়ে ভয়ে বলল ,আসলে তা না আমার বউ বলছে যেখানে লোকজন বেশী সেখানে যাতে না যাই।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



