
ঘুমালে আমার আবার একটা সমস্যা পরনের লুঙ্গি.. .. পাওয়া যায়না ,
রাতে প্রতিদিনকার মতো পড়া শেষ করে মশারি টানিয়ে ঘুমাতে গেলাম,প্রচন্ড গরম তার উপর বৈদ্যুতিক সমস্যা ..
মাঝ রাতে প্রচন্ড মাইনাসের চাপে ঘুম ভাঙ্গল,হঠাৎ লৰ্য করলাম where is my lungi !!!!
বিছানা পত্র সব খোঁজা শেষ,কিন্তু কোথায় ও পাই নাই.. কোথায় গেল,.. ..
এদিকে মাইনাসের প্রচন্ড চাপ.. .. ১০০ কিঃ মিঃ
১৯/২০ হলেই প্রবলেম ।
অগত্যা কোন উপায় না পেয়ে বিছানার চাদর পেচিয়ে অন্তত মাইনাসের ঝামেলা তো ঠেকালাম
কিন্তু লুঙ্গি.. .. লুঙ্গির কি হবে.. ... ?
কোন কিছু মাথায় কাজ করছে না ..
disgusting
পরে মনে পড়ল রাতে গরমে গায়ে ভিজা তোয়ালে পেচিয়েছি তা তো ঠিকই আছে তাহলে ভিজা তোয়ালে মনে করে কি ছুড়ে মারলাম ,ইয়াদ আয়া
ও টা আমার লুঙ্গি..
অন্ধকারে লাইট ও জ্বালাতে পারছিনা ..পেয়েছি তবে সে রাতে অনেক সাধনা করতে হয়েছে ॥
আপনার এ সমস্যাটা থাকলে জানাবেন .. .. ..।
পরবতী সংস্করন টা ভাবছি আপনাকে নিয়ে করবো ।সমাধান ও করবো বিশেষ সমালোচনার মাধ্যমে .. .. .. .. .. .
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



