উৎসর্গঃ সেইসব ভাগ্যবঞ্চিত মানবশিশুদের প্রতি ৷ যাদের অতীত ও ভবিষ্যত জানা নেই ৷ বিবর্ণ বর্তমানকে নিয়েই সদাহাস্যোজ্জল প্রতিটি পথের দেবদূত ৷
--------------দেবদূত--------------------
আজ
এক দেবদূত কাঁদছিল
কাঁদছিল যতক্ষণ পর্যন্ত তার কান্নার জল শুকিয়ে যায়
কাঁদছিল ততটুকু যেন আর কান্না না পায়
আজ
এক দেবদূত হাসছিল
বিস্তৃত হাসি তার চোখের জল অবধি
হাসছিল তার দুঃখগুলো লুকানো পর্যন্ত
আজ
এক দেবদূত মৃত হল
সমূলে বিঁধিয়ে দিয়েছিল বুক অবধি ছোরাখানি
আর বন্দুকের ট্রিগার তার মাথার একপাশে
আজ
এক দেবদূত কাঁদছিল
আজ এক দেবদূত মৃত হল
আর তুমি কোথায় ছিলে ?
জানি উত্তর পাব না কোথাও আবার
প্রত্যাশা কারও কাছে নেই আমার ৷
ooooooooooooooooooooooooooooooooooooooo

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


