নরেন্দ্র মোদি সরকার হয়েছে।
বেশ হয়েছে। এখন আর আমাদের কোন কষ্ট থাকবে না।
ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে। গ্যাস নিয়ে কোন টেনশন নাই।
ব্রিজ ওভারব্রিজ ফ্লাইওভার সব ধাক ধাক করে উঠে যাবে।
দেশে কোন জ্যাম থাকবেনা।
খাবারের কোন কষ্ট নাই। মোদি সরকার মুখে তুলে খাওয়াবে। ধর্ষণ, খুন, গুম বলে কিছু থাকবেনা। সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কোন দ্বন্দ্ব হবেনা। সুখী সুখী একটা দেশ।
পানির কোন সমস্যা নাই।
টিউবওয়েল, পানির ট্যাংকি সব উপচে উপচে পরবে। পানির অভাবে আর ধানচাষ বন্ধ থাকবেনা।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একটা সুখী সুখী দেশ।
পৃথিবীর অন্য দেশ গুলো দেখে আমাদের ঈর্ষা করবে।
নিউজ মিডিয়া বিরোধী, সরকারী, সুশীল, বুদ্ধিজীবী মহলের মোদি সরকার নিয়ে অতিরিক্ত আতলামি দেখে যা মনে হয়। চুলচেরা বিশ্লেষণ, মোদি সরকার কি করবে না করবে। সাম্প্রদায়িক না মানবিক। মোদি সরকারকে উষ্ণ অভ্যর্থনা, ইত্যাদি ইত্যাদিতে আলাপচারিতায় ব্যস্ত মিডিয়া, ব্যস্ত সুশীল সমাজ।
কথা একটাই মোদি হোক বা গদি হোক, কংগ্রেস বা বিজেপি ওনারা ভারতীয়। লাভলোকশানের হিশেব সময় হোক দেখতে পারবেন।
যা লাউ তাই কদু।
বি দ্রঃ ইহার সাথে বাস্তবের কোন মিল নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


