আমার মাথা ভরতি খালি চিন্তা গিজগিজ করে। কি করা যায়ে, কি করা যায়ে? এটা করা যায়ে, ওইটা করা যায়ে। কিন্তু কিছুই তো করিনা!
কিছু দিন আগে একটা খবর পড়লাম...এখানে (বলতে ভুলেই গেছি, অধম থাকে আপাতত মার্কিন মুল্লুকের মিশিগানে) এক দল লোক ২৪ ঘন্টা ফুটবল (এরা বলে সকার) খেলেছে - ম্যারাথন ফুটবল। উদ্দেশ্য মহৎ - মিশিগান স্টেট ইউনিভার্সিটি -তে পড়াশুনা করে এক ছেলে, নাম তার লোগান, তার জন্য। লোগান মিশিগান ইউনিভার্সিটির সকার দলের গোলকিপার ছিল। হ্ঠাৎ একদিন তার পায়ে একটা টিউমার ধরা পরে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে- টিউমারটা ক্যানসার(অস্টেয়সারকোমা)-এ পরিনত হয়ে গেছে!
লোগান কে বঁাচাতে তার ডান পা টা কোমরের কাছ থেকে কেটে ফেলতে হয়ে। সারা জীবনের স্বপ্ন, মিশিগানের হয়ে সকার খেলা, শেষ। না শেষ না। এইতো সেদিন লোগান সেই ম্যারাথন সকারে বেশ কিছুক্ষণ খেলল। লোগানের মা-বোন-ও এক বুক কষ্ট বুকে চেপে নিয়ে সবার সাথে খেলল। লোগান হয়েতো তার পা হারিয়েছে। কিন্তু মনের শক্তি হারায়েনি - অস্টেয়সারকোমায়ে আক্রান্ত অন্যদের জন্য টাকা তোলার কাজে নিজেও এগিয়ে এসেছে।
আর আমি আমার দুই পা থাকা সত্ত্বেও কিছু করছি না! এভাবে আর চলা যায়ে না। একটা কিছু করা দরকার। আর সেই একটা কিছু করতে হলে, একা তো পারবনা, সবাই কেই দরকার আমার।
মাথােয় যে কত কিছু আসে। কিন্তু এবার আসলে হবে না। এবার করতে হবে।করতেই হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




