কোন কিছু নিয়ে লেখালেখি করার আগে আমার মনে একটি প্রশ্ন জাগে আমি কি কিছু জানি? কিছু না জেনে কোন কিছু সম্পর্কে কিছু লেখা একদমি অনুচিৎ তাই না? অথচ আমরা অনেক সময় না জেনেই অনেক কিছু সম্পর্কে মন্তব্য করে ফেলি। কাজেই আমার মনে হয় লেখালেখি করার পূর্বে আমাদের বিষয় বস্তু সম্পর্কে আরো ভাল ভাবে জেনে নেয়া উচিৎ।
অনেক সময় আমরা সস্তা হাততালি বা বাহবা পাওয়ার জন্য অনেক কিছুই লিখে থাকি। সেগুলো হয়ত বা সাময়িক আনন্দ দান করে। কিন্তু মনের পরিতৃপ্তি বোধকরি সহজে আসে না। আর মনের খোরাক যদি নাই আসে তাহলে সে লেখা আদৌ কোন প্রয়োজন আছে কিনা সন্দেহ থেকেই যায়, দূর হয় না।
তাই সকলের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ আমরা লিখব, কিন্তু লেখার পূর্বে ভাল ভাবে জেনে তারপর লিখব, তাহলে আমরা সকলেই ভীষণ উপকৃত হব।
আসুন আমরা আরো বেশি বেশি লিখি কিন্তু লেখার আগে আরো একবার ভাবি, চিন্তা করি, যা লিখছি সেটা যেন কাজে আসে, নিজের, দশের এবং সর্বোপরি এ দেশের মানুষের।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



