এক নারী আমার কাছে একরাশ ঘৃণা চেয়েছিল,
আমি পারিনি, আমি পারিনি তাকে ঘৃণার চাদরে জড়িয়ে নিতে
এক নারী আমার ভালবাসার স্পর্শ নিতে চেয়েছিল,
আমি পারিনি তাকে ভালবাসার উত্তপ্ত তাপে ঝলসে দিতে
এক নারী তার নারীত্বের বিনিময়ে কিছু সম্মান চেয়েছিল,
আমি তাকে সম্মানিত করেছিলাম
কাগুজে কিছু নোট তার মুখের উপর ছুড়ে দিয়ে...
এক ভিত সন্ত্রস্ত নারী আমার কাছে নিরাপত্তা চেয়েছিল
আমি তাকে নিরাপত্তা দিয়েছিলাম তার শরীরের বিনিময়ে!!!!
আজ এই আমি নিজেকে "মানুষ" দাবি করি
মানুষ হবার যোগ্যতা আমার আছে বইকি????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



