এম এল এম ব্যবসা বর্তমানে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমান সরকারের যে ভিশন তা এমমাত্র ইউনিপে বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। দেশে যে সমস্ত এম এল এম প্রতিষ্ঠান আছে তা সরকারের জানা। সরকার পক্ষ তা যেনেও মাঝে মাঝে না জানার বান করে মিডিয়াতে কিছু ভূল তথ্যপ্রকাশ করে। এতে সাধারণ মানুষ ক্ষতিগস্ত হয়।
সরকার যে কোন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত।
একঃ
হয়তো এসব প্রতিষ্ঠানকে অবৈধ বলে ঘষোনা দিয়ে তাদের নোটিশ দিক এবং গ্রাহকদের আমানত পিরিয়ে দেওয়ার সময় নির্ধারন করে তাদের কার্যক্রম পুরপুরি বন্ধ করার ব্যবস্থা করেদিক।
দুইঃ
যেসমস্ত প্রতিষ্ঠান বৈধ তাদের কে ব্যবসা করার সুযোগ দিক। গ্রাহক যেন হয়রানী/ক্ষতিগস্ত না হয় সে জন্য এই প্রদতষ্ঠানদের বৈধতার ঘোষনা যত তাড়া তাড়ি দেবে দেশ এবং দেশের জনগন তত বেশী উপকৃত হইবে। এতে দেরী করার কানণ কি ?
এম এল এম এর মাধ্যমে যারা বেকার এবং অলস মানুষ তারা সবাই এই কাজে অংশ গ্রহন করছে।
সরকারের যে ভিশন তা এভাবে বাস্তবায়ন করতে পারে। আমি মনে করি এই সরকার খুবই আন্তরিক তানা হলে এই প্রতিষ্ঠান গুলা এতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পারতনা।
তাই মাঝপথে সবাইকে এনে আবার যেন পেলে দেওয়া না হয়। আমার অনুরধ থাকবে যে যাই করুন না কেন আমাদের মত সাধারণ মানুষ যেন ক্ষতিগস্ত না হয় সে চিন্তা মাথায় রেখে আপনারা ব্যবস্থ নিবেন।
আর ইউনিপে টু ইউর কোন গ্রাহন সরকারকে ব্যট দিচ্ছেনা বলে আমার মনে হয় না। কারণ কোম্পানি গ্রাহক এর নিকট থেকে ব্যট রেখেই তাদের অবশিষ্ট বিল পরিশোধ করেথাকেন। এজন্য গ্রহক নয় কোম্পানি দায়ী। তবে কোম্পানি অবশ্যই সরকারকে নিয়মিত ব্যট দিচ্ছেন। আর যদি না দিয়ে থাকেনও সে জন্য তাদের সাথে আলোচনা করতে পারে। ব্যট এর জন্য একটি প্রতিষ্ঠান বন্ধ করা যায়না। ইউনিপে কর্মকর্তা যারা আছেন তারা এসব বিষয় ভালো জানেন বা বোঝেন। তারা সরকরকে পাকি দিয়ে কিছু করবে না।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



