
মিডিয়া প্রপাগ্যান্ডা যে কত ভয়ঙ্কর হতে পারে তা আমরা ফিলিস্তিনের ঘটনার দিকে তাকালেই টের পাবো। নিজেদের ভূমি থেকে অভিশপ্ত ইহুদীদের দ্বারা শুধু হত্যা, লুন্ঠন ও উৎখাতেরই স্বীকার হয় নাই উপরন্তু বিশ্বের কাছে সন্ত্রাসী বলেও প্রচার পেয়েছে। নিজের জান-মাল-সম্পদ রক্ষা করার জন্য তীর-ধনুক-নুড়ি পাথর হাতে নিলে সন্ত্রাসী; কিন্তু গত দেড় বছর ধরে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর অভিশপ্ত ইহুদীদরা যে ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালাচ্ছে তাতেও তারা সন্ত্রাসী নয়! কি নিষ্ঠুর বিশ্ব বিবেক।
এরকমই আরো অনেক গণহত্যাই চাপা পরে গেসে কালের গহ্বরে। তেমনি এক গণহত্যার অব্যক্ত গল্প এই ‘রিফিউজি’। এ গল্পট হল একটি পরিবারের বেঁচে থাকার গল্প। যার পরিবার শুধু পরিবারই না পুরো কমিউনিটি ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যার স্বীকার হয়েছে। যে গণহত্যার কথা মানুষ ভুলে গিয়েছে; মানুষকে ভুলিয়ে দেয়া হয়েছে। আরো সুনির্দিষ্ট করে বললে যে গণহত্যার কথা চাপা পরে গেসে ইন্ডিয়ান ৭১ এর বয়ানের আড়ালে। চাপা পরে গেসে ৭১ নিয়ে তিল কে তাল করার বয়ানে।
আজকে যে বাঙলাদেশ নিয়ে আমাদের গর্ব সে বাঙলাদেশ একদিনে আসে নাই। আর বাঙলাদেশ মানেই শুধু ৭১ না। ৭১ এর আগে এদেশে ৪৭ এসেছিল। যেই ৪৭ বাধ্য করেছিলো ইতিহাসের অন্যতম বৃহৎ ডায়াস্পোরার। ভারতের বিহারের অনেক মুসলমান নিজেদের জীবনের নিরাপত্তার জন্য পুর্ববঙ্গের মুসলিম ভাইদের কাছে আশ্রয়ের জন্য এসেছিল। কিন্তু কে জানতো সে মুসলিম ভাই ই একদিন তাঁদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠবে? কিন্তু এই ভাগ্যহত বিহারি মুসলিমরা বুঝতে পারে নাই যে এই অংশের পোগতিশীল সমাজ ভারতের কলোনি হওয়ার জন্য রেডি হয়ে বসে আছে।
উপরের কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে? আমারো হয়েছিলো। আসলে আমাদেরকে ছোট বেলা থেকেই ভারতীয় বয়ান শেখানো হয়। সেই বয়ান মাথায় থাকলে এসব কথা হজম করাটা একটু কষ্টকর হবে এটাই স্বাভাবিক। কিন্তু সত্য কখনো চাপা থাকে না আজ হোক বা কাল সেটা বের হবেই।
৭১ মানেই আমরা শিখেছি কীভাবে তৎকালীন পাকিস্তানের পশ্চিম অংশের মানুষ এই পুর্বের অংশের উপর নির্যাতন চালিয়েছে। এবং ভারতের বিহার থেকে আগত এই বিহারীরা পশ্চিমের সমর্থক। এরা বাঙলাদেশ মানতে চায় না। অথচ ইতিহাস ভিন্ন কথা বলে। সেই ভিন্ন ইতিহাসের গল্প আছে ‘রিফিউজিতে’। পালিয়ে যা ভারতের দালাল সরকারের সময় এই বই প্রকাশ করা ছিলো নিজের মৃত্যুদন্ডে নিজে সাইন করা। আল্লাহ আমাদের কে আবার একটা সুযগ দিসে নতুন করে ইতিহাস পাঠ করার।
মিডিয়ার প্রোপ্যাগান্ডা যেমন নিজ দেশে গণহত্যার স্বীকার ফিলিস্তিনিদের সন্ত্রাসী বানিয়ে দিয়েছে। ঠিক তেমনি প্রোপ্যাগান্ডা গণহত্যার স্বীকার হওয়া বিহারীদেরকে গণহত্যাকারীর তকমা, পাকিস্তানের দালাল বানিয়ে দিয়েছে। রিফিউজি বইটি ইতিহাসের এ কলঙ্ক মোছার কাজ কিছুটা হলেও করবে বলে আশা করি।
সাহস নিয়ে বইটি বের করার লেখক, অনুবাদক ও প্রকাশকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



