
"ঘাস খেয়ে থাকবো, কিন্তু ভারতকে ধ্ংস করবো ও কাশ্মীর হবে আমাদের", এই ব্যাপারে সব পাকিস্তানীরা ঐক্যবদ্ধ। পাকিস্তানীরা মনেপ্রাণে বিশ্বাস করেছে তাদের সেনাবাহিনী বিশ্বের সেরা বাহিনীর মাঝে একটা, এবং ভারতীয় বাহিনী পাকিস্তানী বাহিনীকে ভয় করে।
আমাদের জনপ্রিয় ব্লগার, রাজিব নুর মাঝে মাঝে ভারতের সুনাম করে, ভারতকে বন্ধু দেশ হিসেবে পোষ্ট দেন; উনার এই ধরণের পোষ্ট এখনো ৩০/৪০টি মন্তব্য পেয়ে থাকে; মন্তব্যকারীদের ৯০ ভাগ উনাকে কটু কথা বলেন। সামুর ব্লগারদের মাঝে ৯০ ভাগ ভারত-বিরোধী; সাধারণ বাংগালীদের মাঝে ৯৫ ভাগ মানুষ ভারত-বিরোধী।
ভারত কখনো পাকিস্তানকে পছন্দ করেনি; তার মুলে ছিলো, পাকিস্তানী সেনাবাহিনী ১৯৫৮ সাল থেকে দেশ চালাচ্ছে ও ভারতের সাথে যুদ্ধ করে যাচ্ছে। পাকিস্তানী সাধারণ মানুষও সেনাবাহিনীর সাথেকে একমত।
বাংলাদেশ নিয়েও ভারত এখন হতাশ; বাংলাদেশও ক্রমাগতভাবে সেনাবাহিনীর হাতে ও মানুষের বড় অংশ এখন সেনাবাহিনীর অনুগত।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৫ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



