
আমাদের দেশ কিভাবে ভালো করতে পারে, তা নিয়ে ব্লগার জুল ভার্ণ, ভুয়া, শাহীন, মেঠোপথ, ঢাবিয়ান, নতুন নকীব, সত্য পথিক, আমি নই, কুকরা, মুকরা, সাখাওয়াত বাবন, Solaiman Hussain, প্রমুখ দৈনিকই রাজনৈতিক সমাধান ও উপাদেশ দিয়ে যাচ্ছেন; এগুলো অবশ্যই ডা: ইউনুস সাহেব অবধি যাচ্ছে না; গেলে ভালোই হতো।
আমি ভাবছি, এঁদের উপদেশ, সাজেশান ও সমাধানগুলোকে কোনভাবে কাজে লাগানো যায় কিনা? ডা: ইউনুসের একক মাথা থেকে ২০/২৫ জনের ভাবনাকে কম্পাইল করলে ভালো কিছু বেরিয়ে আসার কথা।
সরকারহীন দেশে শিক্ষিত মানুষেরা অনেক অবদান রাখতে পারেন।
সরকারবিহীন দেশে কিছু মানুষ বেশ প্রতাপের সাথে থাকে, কিছু মানুষ অকারণে মারা যায়; বাকীরা শিয়াল কুকুরের মতো কোনভাবে টিকে থাকে। এই মহুর্তে লিবিয়া, ইয়েমেন, সুদান ও গাজায় আসলে সঠিক কোন সরকার নেই; আমাদেরটা আছে, মানে সেনাবাহিনী এদের পেছনে থাকায় আছে।
লিবিয়ার সরকার এখনো দেশ চালাচ্ছে; কারণ, তাদের তেল আছে, ইয়েমেন বেঁচে আছে ওদের রেমিট্যান্সের কারণে, সুদান চলছে আরবদের টাকায়; বাংলাদেশ চলছে ঋণের টাকায়, দর্জি ব্যবসা ও রেমিট্যান্সের টাকায়; খারাপ না।
দেশ চলে যাচ্ছে; আমি ভাবছি, ব্লগারদের সৃজনশীল ভাবনাগুলোকে কাজে লাগাতে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৫ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



