
৩৬শে জুলাইর স্বাধীনতা দিবস ও ছাত্রদের বিপ্লব যে আসলে কিছুই না, ইহা বেশ সাজানো ১টি আমেরিকান ক্যু তা বুঝতে বেশ চোখ-কান খোলা ১ জন আমেরিকায়-প্রবাসী ব্লগারের বেশ সময় লেগেছে ( ক্যু'এর বেশ পরেই বুঝেছেন )। এবার বুঝুন, বাংলাদেশের সাধারণ ব্লগার: জুল ভার্ণ, নতুন নকীব, মহাজাগতিক, ভুয়া, নতুন, প্রবাস-বাক, ঢাবিয়ান, মেঠো পথের কত বছর লাগতে পারে?
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট, সকাল ৮'টায় সংবাদ পাই যে, বাংলাদেশ মিলিটারী শেখ সাহেবকে হত্যা করেছে; তখন আমি প্রবাসে; বাংলাদেশে ২/১ জন পরিচিতকে ফোন করলাম অবস্হা জানার জন্য; টেলিফোন যোগাযোগ বন্ধ ছিলো। তখন প্রবাসে আমার পরিচিত প্রভাবশালী ব্যক্তি ছিলেন কবি আলাউদ্দিন আল আজাদ। উনাকে টেলিফোন করে পেলাম দিনের ১২টা বাজে। তিনি শুধু জানতেন শেখ নিহত হয়েছে।
কবি সরকারী চাকুরীতে বিদেশে কাজ করার সুযোগ পেয়েছিলেন তাজউদ্দিন সাহেবের দয়ায়; আমি তা জানতাম। উনাকে বললাম, তাজউদ্দিন যদি জীবিত থাকেন, উনাকে বললবেন পালিয়ে যেতে। উনি আমাকে বললেন যে, তাজউদ্দিন এখন সরকারে নেই; মিলিটারী উনাকে কিছু করবে না। আমি কবিকে বললাম, "স্যার, ইহা মিলিটারী নয়, ইহা আমেরিকান-পাকিস্তানী ক্যু; আমেরিকা ও পাকিস্তান তাজউদ্দিনকে হত্যা করবে। তিনি উত্তরে বললেন, "এখন এসব অপ্রয়োজনীয় কথা বলার সময় নেই"।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



