
ট্রাম্প সফরের নাম দিয়ে আসলে ডাকাতী করার জন্য আরব গেছে। ৩ দিনে সোজাসুজি ১ ট্টিলিয়ন ডলার ডকাতী করেছে: অস্ত্র, বিমান ও AI chips বিক্রির নামে অর্ডার নিয়েছে।
সৌদী আরবে ৬০০ বিলিয়ন ডলারের অর্ডার, কাতারে ২০০ বিলিুয়ন ডলারের অর্ডার ও সংযুক্ত আরব আমিরাতে ২০০ বিলিয়ন ডলারের অর্ডার।
একটা উদাহরণ হলো বাংলাদেশ বেশ কয়েক শত মিলিয়ন ডলার খরচ করে আকাশে ১টি উপগ্রহ স্হাপন করেছে; কিন্তু উহার থেকে কোনভাবে লাভবান হওয়ার মতো টেকনোলোজী বাংলাশের হাতে নেই, সেই ধরণের টেকনোলোজীতে দক্ষ মানুষ নেই।
আরবদের অবস্হাও সেই রকম হয়েছে: আরবে কোন ধরণের কম্প্যুটিং হচ্ছে না যে, তারা নিজেরা উহাতে AI যোগ করতে পারবে। তাদের দরকার এমন টেকনোলোজী যেগুলোতে আমেরিাকন, ইউরিপিয়ানরা AI যোগ করেছে। কি জন্য তাদেরকে বাধ্য করছে AI কিনতে। তাদেরকে এমন সব যুদ্ধ বিমান দিচ্ছে, যেগুলোর পাইলটও আরবেরা তৈরি করতে পারবে না। এমন ডাকাতী আমেরিকার ইতিহাসে কিংবা বিশ্ব ইতিহাসে আগে কখনো ছিলো না।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২৫ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



