
শেখ হত্যা, বাংলাদেশে মিলিটারী শাসন, মিলিটারীর মুঠোয় জাতি, মিলিটারীর দল বিএনপি, জাপার জন্ম ও তান্ডব; জামাত-শিবির'এর তান্ডব, এগুলো হচ্ছে পাকিস্তানের প্রতিশোধ নেয়ার এ্যাকশন। তারা ১৯৭১ সালের পরাজয় ও বিশেষ করে ৯০ হাজার সৈন্যের ভারতে হিন্দুদের হাতে বন্দী হওয়ায় ভয়ংকর ক্ষুব্ধ।
পাকিস্তান ভাংগার জন্য কে দায়ী, বাংগালী জাতি, শেখ মুজিব, পাকিস্তানী সেনাবাহিনী, ভুট্টো, পশ্চিম পাকিস্তানের মানুষ?
আমার মতে দায়ী পাকিস্তানের সেনাবাহিনী; ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনীর উপর পশ্চিম পাকিস্তানের জনতার বড় অংশের বিশাল আস্হা ছিলো। তখনো সেনাবাহিনীতে আইয়ুবের জেনারেলরা অপরিসীম ক্ষমতার অধিকারী। অন্যদিকে ভুট্টো ছিলো আইয়ুবের বরপুত্র। পাকী বাহিনী ও ভুট্টো মিলে আওয়ামী লীগকে সরকার গঠনে বাধা দেয়ায়, বাংগালীরা অসহযোগ আন্দোলন শুরু করেন। এই আদোলন থামানোর একমাত্র উপায় ছিলো সরকার গঠন করতে দেয়া।
কিন্তু সেনাবাহিনী আন্দোলন থামানোর সমাধান হিসেবে বেছে নয় ২৫শে মার্চ রাতে জাতির উপর গণহত্যা চলানো। গণহত্যা চালানোতে মুক্তিযুদ্ধ হয় ও বাংলাদেশের জন্ম হয়; দায়ী কে?
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২৫ সকাল ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



