হয়তো আর হরেনা দেখা।
বেলী ফুলের সৌরভ মাখানো গোধুলীবেলা
পার হবেনা হাতে হাত রেখে, স্বপ্ন দেখে
পথের ধারের ডালিম গাছটা হয়তো বুঝবে না
কেন আর তাকে বিবাদ মিমাংসায় ডাকা হয় না,
আর ঐ যে লাগোয়া বারান্দার পাশের কামিনী গাছটা
হয়তো অভিমানে মুখ ফুলাবে- কোন কোমল হাতের ছোঁয়া না পেয়ে
আর আমার ডায়েরীতো নিশ্চিতভাবেই জানে
অনন্ত ভালোবাসা নিয়ে কোনো কবিতা কখনো কেউ আকঁবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



