শহুরে জীবনে অনভ্যস্ত আমার এ গেঁয়ো মনটা আজ বিষন্ন।
সাঁঝের বেলা কিছু কাক নর্দমার ধারে বসলে, ঠোঁটের কোণে
যে বিষন্নতা ফুটে ওঠে, তা যে আমার গভীর দুঃখের প্রকাশ।
মনে পড়ে যায় বাড়ির কথা, শিকড়ের কথা।
মনে পড়ে যায়- কন্যা সুন্দর আলোয় দেখা গাঁয়ের সবচে
মিষ্টি মেয়েটিকে।
সকালে গেরেজে যাবার সময় এত খারাপ লাগে যে মনে
হয় পালিয়ে যাই।
রাতে শু্য়ে ভাবি; এরচে শিলুক তুলে বেচাও ভালো।
বৃষ্টি যখন হয় তখন খুব কাঁদি- খুব করে ভিজি
কল্পনা করি নিজের জগত যেখানে ভেলা বানিয়ে নদীতে চড়ছি;
বৃষ্টির ফোঁটা তীক্ষনো হয়ে পিঠে বিঁধলেও মমতার ছোঁয়া পাই।
এখানে আমাদের যে ছুপড়ীটা তার পাশের নর্দমাটা এবার
বর্ষার অপেক্ষায় আছে আমিও অপেক্ষায় আছি-
যখন খুব করে বৃষ্টি নামবে চারিদিক অন্ধকার হবে
আমাদের ছুপড়ীটা উড়িয়ে নেবার মত বাতাস হবে
নর্দমাটা ভরে উঠবে কানায় কানায়, আমি আবার কল্পনার
দুয়ার খুলে দিব। ফিরে যাব আমার গাঁয়ে
বসবো সেই মাঠটায়- বৃষ্টির সময় যার উপর দিয়ে
কানে হেঁটে যায় কই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



