অভিনন্দন প্রিয় বাংলা ব্লগার!
আজ ১৫ই ডিসেম্বর বাংলা কমিউনিটি ব্লগের ১০ম জন্মদিন।
২০০৫ এ ঠিক ১০ বছর আগে এই দিনে বিশ্বের সর্বপ্রথম এবং সবচয়ে বড় কমিউনিটি বাংলা ব্লগ প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগ, বাঁধ ভাঙার আওয়াজ এর জন্ম হয়। সে সময় একদিকে যেমন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুব স্বল্প ছিল অন্যদিকে ইন্টারনেটে বাংলা লেখাও সম্ভব ছিল না। হাতেগোনা কিছু টেকি ব্যবহারকারী কেবল ডেস্কটপে কিছু বাংলা লিখেছেন। আনন্দ এবং গর্বের কথা হলো, সামহোয়্যার ইন ব্লগের মাধ্যমেই ইন্টারনেটে মাতৃভাষা বাংলায় লেখা সম্ভব হয়। খুব অল্প সময়েই স্বদেশ সহ বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষির জন্যে ইন্টারনেটে মাতৃভাষা চর্চা এবং মুক্তমত প্রকাশের জন্যে একটি জনপ্রিয় জানালায় পরিনত হয় এই সামহোয়্যারইন ব্লগ। এ যেন পাশাপাশি বা মুখোমুখি বসে কথা বলার, আলোচনা করার, বিতর্ক করার 'বসার ঘর' হয়ে ওঠে। কেবল মাতৃভাষায় হওয়ার কারণেই, প্রযুক্তির দ্রুত গতিময়তার যুগে বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য বাংলা ভাষাভাষী একত্র হয়ে চলেছেন একেবারে জাতীয় স্বার্থ থেকে নিছক আড্ডা পর্যন্ত।
নানান মানবিক আবেদনে, জীবন রক্ষায়, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায়, সামাজিক অন্ধকার প্রতিরোধে, বিষয় ভিত্তিক গবেষণায়, নাগরিক সাংবাদিকতায়, সাহিত্য চর্চায়, ত্বত্ত এবং তথ্যে মননশীল এই মানুষগুলো আত্নমর্যাদাশীল 'ব্লগার' হয়ে উঠেছেন। দায়িত্বশীলতা, শুভ চিন্তা এবং মুক্তবুদ্ধি চর্চার কারণে বিশ্বজুড়ে আজ 'ব্লগার' একটি সম্মানের এবং মর্যাদার জায়গাটি অর্জন করেছে। কারণ দায়িত্বশীল ব্লগার কখনও স্বদেশ, জাতীয় স্বার্থ, সার্বিক কল্যান এবং সুশিক্ষার সাথে আপোষ করেননি, করেন না।
গৌরবের বিষয় হলো, গণতন্ত্র চর্চায় প্রচলিত গণমাধ্যমগুলোর পাশাপাশি মুক্তমত প্রকাশে সর্বসাধারণের জন্যে আজ একটি বিকল্পধারার গণমাধ্যমে পরিনত হয়েছে সামহোয়্যারইন ব্লগ। অনেক কঠিন-কোমল বন্ধুর পথ পেরিয়ে আনন্দ- বেদনাকে সঙ্গী করেই প্রিয় বাংলা ব্লগারদের সাহসী পদচারণায় সামহোয়য়ারইন ব্লগ আজ বিশ্বময় অপ্রতিরোধ্য বাকস্বাধীনতার মুক্ত মাঠ।
অভিনন্দন, কৃতজ্ঞতা এবং অশেষ ভালবাসা সেই উজ্জল, মেধাবী তরুণ ডেভলপার দলটির জন্যে যাঁরা মেধা, শ্রম এবং ভালবাসার সংমিশ্রণে আমাদের এই ভাবনাটি, পরিকল্পনাটি বাস্তবে রূপ দিয়েছেন এবং যাঁরা এই যাত্রায় নানাভাবে জড়িয়ে ছিলেন।
অশেষ কৃতজ্ঞতা এবং ভালবাসা সকল বাংলা ব্লগারদের প্রতি, যাঁরা হাজারো তিক্ত-মধুর অভিজ্ঞতায়, আনন্দ-বেদনায় মিলেমিশে গণতন্ত্র রক্ষায় বাকস্বাধীনতার দায়িত্বশীল চর্চা অক্ষুন্ন রেখে চলেছেন।
বিশ্বজুড়ে শান্তি, সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠা পাক। মঙ্গলময় হোক সকল জীবন।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২