আজ সামহোয়্যার ইন ব্লগের ১৪তম জন্মদিনে সকল বাংলা ব্লগার এবং পাঠকবৃন্দকে অভিনন্দন, শুভ কামনা এবং আন্তরিক ভালবাসা জানাচ্ছি। সামহোয়্যার ইন ব্লগের সাথে সাথে প্রকৃতপক্ষে আজ বাংলা ব্লগারদেরও জন্মদিন। বড় আনন্দের এবং গৌরবের দিন এই জন্যেই যে, এই দিনেই আমরা সর্ব প্রথম মাতৃভাষায় অন্তর্জালে নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছি। তথ্য এবং প্রযুক্তির যুগের জয়জয়কারের একটি উজ্জল আলোরে জানালা যুক্ত হয়েছে অন্তরর্জালে বিশ্বময় বাংলাভাষার বিস্তৃতিতে, অবাধ চর্চায়।
সেই ২০০৫ সালে জন্মের পর থেকে আজ অবধি হাজারো প্রতিকুল পরিস্থিতি এবং নানান অযৌক্তিক এবং অন্যায় অপবাদ এর সাথে যুঝে বারংবার মাথা উঁচু রেখেই সম্মানের সাথেই মাতৃভাষা চর্চার এই বিপুল খনিটি আমরা বাঁচিয়ে চলেছি গত ১৪টি বছর ধরে। আমি বলতে পারবো না, প্রাত্যহিক জীবন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং গবেষণার এমন কোন বিষয়টি এই প্ল্যাটফর্মে নেই যা আমাদের সমৃদ্ধ করে, সুস্থ আনন্দ দিয়ে, তথ্যে হালনাগাদ করে, যুক্তিসংগত মুক্ত মতকে শানিত করে না। বরং এই বিশাল আর্কাইভে কী রয়েছে সে বিষয়ে বলতে গেলে সময়সাপেক্ষ গবেষনার প্রয়োজন। আনন্দের বিষয় ইতিমধ্যে স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামহোয়্যার ইন ব্লগ নিয়ে বিশেষ গবেষণা পত্র রয়েছে এবং গবেষণায় আগ্রহীদের আমাদের আন্তরিক সহযোগিতা অব্যহত রয়েছে।
কৃতজ্ঞতা সবার প্রতি, যাঁরা এই প্ল্যাটফর্মটি জন্মের সাথে যুক্ত থেকেছেন এবং প্রতিনিয়ত যেকোনভাবেই হোক জড়িয়ে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। জয় হোক মাতৃভাষার, জয় হোক বাক-স্বাধীনতার, জয় হোক সুস্থ ও সুকুমারবৃত্তি চর্চার, জয় হোক মানুষের।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০