প্রিয় ব্লগার,
শুভেচ্ছা এবং অশেষ ভালোবাসা আপনাদের সবাইকে। আজ এখানে চমৎকার রোদ উঠেছে, চারিদিকে ধবধবে সাদা তুষারের ওপর সূর্য্যের লুটোপুটি কী সুন্দর! জানালা দিয়ে বড় বড় দু'ফালি রোদ এসে আমার বসবার ঘরের ছোট্ট সবুজ বাগানটার গাছগুলোয় প্রাণ থৈ থৈ করছে। মন ভালো হয়ে যায়। আজ খানিকটা ভালো বোধ করায় এবং দায়িত্বটুকুও মনে রেখে ভাবলাম, আপনাদের সাথে আমার সাম্প্রতিক বয়ে চলা কঠিন সময়ের ইতিবাচক কিছু দিক ভাগাভাগি করি। তাতে আমার যেমন ভালো লাগবে, আমি নিশ্চিত আপনাদেরও কিছুটা স্বস্তি হবে।
এরই মধ্যে আপনারা আমার অসুস্থতার বিষয়ে জেনেছেন, সঙ্গত কারণেই উদ্বিগ্ন হয়েছেন এবং প্রার্থনা করে চলেছেন। আমার পরিবারের পাশাপাশি আপনাদের আন্তরিক ভালোবাসা, সহমর্মিতা এবং প্রার্থনা আমার প্রতিটি মুহূর্ত আনন্দময় এবং মূল্যবান করে তুলেছে। আমায় আরো অনেক সাহস এবং শক্তি যুগিয়ে চলেছে। পৃথিবীটা কত সুন্দর এবং মায়াময়।
মানুষের জীবনের সময়গুলো কেবলই রোদ ঝলমল আলোময় আর আনন্দময় নয়। এখানে নানান ঝড়-ঝঞ্ঝা, ব্যথা-বেদনা আছে, থাকবেই। আর এইসব কিছু মিলিয়েইতো "জীবন"। এ,সব একত্র আছে বলেই সম্ভবত জীবন এত মায়াময়, উপভোগ্য এবং মূল্যবান। এ, সবের জন্যেই মানুষের জন্যে মানুষের ভালোবাসা জোরালো হয়, অর্থবহ হয় এবং মানুষ পাশাপাশি থাকে, যোজন দুরে থেকেও "কাছাকাছি" থাকে ভালোয়-মন্দে। আমার অভিঞ্গতা আর অনুভবে এই সত্যগুলোর বসবাস গভীর এবং দৃঢ়। সৃষ্টিকর্তার কাছে কৃতঞ্গতার শেষ নেই।
সৌভাগ্য বশতঃ আমি ইউরোপের সবচেয়ে ভাল (এই বিষয়ে) এবং নির্ভরযোগ্য হাসপাতালগুলোর একটায় চিকৎসাধীন আছি। এখানে একটি ক্যানসার বিশেষঞ্গ চিকিৎসক দলের সার্বক্ষনিক তত্বাবধায়নে আছি। আপাতত সব রকম পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে এবং যাবতীয় ফলাফল বিবেচনা করে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত ও পদক্ষেপও দ্রুততার সাথে নেয়া হয়েছে। যেহেতু আমার ফুসফুসের একটি অংশ এবং কিছু লিম্ফনোডে এর সংক্রমণ হয়েছে তাই এটা অসুস্থতার প্রথম স্টেজ/স্তর নয়। এই মুহূর্তে সংক্রমণটি কোন স্টেজ/স্তরে রয়েছে সেই তথ্য এবং গুরুত্ব চিকিৎসকদের আওতায় এবং দায়িত্বে। আমরা নিশ্চিত হয়েছি যে, আগামী খুব অল্প ক'দিনের মধ্যেই প্রথম ধাপ চিকিৎসা শুরু হয়ে যাবে। আমরা সবাই জানি যে, এটা একটা কঠিন এবং সময়সাপেক্ষ যাত্রা। তবুও আমি বিশ্বাস করি, আমি পারবো ইনশাল্লাহ। আস্থা এবং ভরসা রাখি, যাবতীয় "ভালো"র জন্যে আমার চিকিৎসক দল সবচেয়ে ভালো কাজটিই করে যাবেন।
আমি ভাগ্যবান মানুষ। আমার জীবনে স্বামী, সন্তানের বিশেষ ভালোবাসাসহ দু'টো অসাধারণ পরিবার এবং তার পাশাপাশি বিশ্বজুড়ে আপনাদের মত অসংখ্য আপনজন আমার জীবন আলোয়, আনন্দে আর ভালবাসায় ভরে রেখেছেন। নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হবেন।
"মানুষ", "সত্য", "সম্মান" এবং "ভালোবাসা" আমাদের সকলের জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকুক।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬