প্রিয় ব্লগার,
আপনাদের সবাইকে জানাই অশেষ কৃতঞ্গতা, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আপনাদের সবার দোয়া, সহমর্মিতা এবং ভালোবাসা সবসময়ই আমাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শক্তি এবং সাহস যুগিয়েছে। আমি সবসময়ই অনুভব করেছি যে, আমি একা নই, অনেকের মধ্যে একজন। এটা বড় সৌভাগ্যের এবং আনন্দের।
গত প্রায় ছ'মাস যাবৎ আমার অসুস্থতা এবং একটা কঠিন চিকিৎসার মধ্য দিয়ে যাবার কারণে আমি স্বাভাবিকভাবেই অনেকখানি বিধ্বস্ত এবং ক্লান্ত। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী আমার দু'টি স্তরে পর্যায়ক্রমে চিকিৎসা কার্যক্রম আপাতত শেষ হয়েছে। প্রথম পর্যায়ের চিকিৎসা নেবার পর খানিকটা জটিলতায় পড়ি। উচ্চমাত্রার কিছু জরুরী ওষুধের রিএ্যাকশনে শরীর বেশী খারাপ হওয়ায় আমাকে হাসপাতালে একটি চিকিৎসক দলের সার্বক্ষনিক বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় অনেকদিন। যেহেতু আমার ক্যানসারের ধরণ এবং বিস্তার বেশ জটিল তাই ঐ বিশেষ ওষুধগুলো এড়িয়ে অন্য কোন পথ ডাক্তারদের হাতে ছিল না। এর ফলে একদিকে আমার দু্র্ভোগ যেমন বাড়ে সাথে ডাক্তারদের নানান আন্তরিক সর্বোচ্চ প্রচেষ্টা চলতে থাকে। পরিবার এবং প্রিয়জনদের চুড়ান্ত উদ্বিগ্নতার তো শেষ নেই! তাই এই জটিল পরিস্থিতি সামলে দ্বিতীয় পর্যায়ের চিকিৎসাও খানিকটা বিলম্বিত হয়। তবুও আশার কথা, একটা দীর্ঘ সময়ের ঝড়ের সাথে যুঝে ক'দিন আগে ঘরে ফিরেছি। এখন দীর্ঘদিন নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে। সময়কে তো সময় দিতেই হবে।
সবচেয়ে জরুরী কথা হলো, তবুও আমি ভালো আছি। পৃথিবীটা অসম্ভব সুন্দর এবং মায়াময়। মহান সৃষ্টিকর্তার কাছে কৃতঞ্গতার শেষ নেই। সকলের জন্য মঙ্গল কামনা এবং ভালোবাসা।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৪ রাত ৮:৫০