আজ সারাদিন অফিসে কারো কোন কাজ নেই। সবাই মিলে আড্ডা মেরেই দিন পার করলাম। আড্ডার একফাকে জানা গেল এক কলিগ হাত দেখতে জানে। আর যায় কোথায়! একে একে সবাই হাত দেখাতে দাড়িয়ে গেলাম।
ছেলেরা সবাই ব্যাচেলার। তাই তাদের উত্সাহ টাকা পয়সা আর বিয়ে নিয়ে। জানা গেল কার কার কপালে টাকা পয়সা আছে আর কার কার কপালে নেই। কয়েকজনের ভাগ্যে নাকি আছে প্রথম প্রেমে ছ্যাঁকা।
আর মেয়েদের জানার নির্দিষ্ট বিষয় নেই। তারা ভাল কিছু শুনলেই খুশি। বেশিরভাগই জানতে চায় বিয়ে হবে কবে। একজনের এমনই ভাগ্য যে তার কপালে নাকি প্রেমই নাই।
এক ফাকে আমিও হাতটা বাড়িয়ে দিলাম। দেখাই যাক আমার ভাগ্যে কি আছে! শুনলাম আমার নাকি টাকা পয়সা হবে না।
---------------------------------------------------------
লেখাটা ২ মাস আগে লিখে ড্রাফট করে রেখেছিলাম। আজ ওয়াচ্ থেকে জেনারেল হবার খুশিতে লেখাটা প্রকাশ করলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




