ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জনৈক তাহের শাহের (পাকিস্তানি ) আগমনে আজ চট্টগ্রাম শহরের অলি গলিতে যা দেখলাম তাতে যারপরণাই বেজার না হয়ে পারলাম না। চারিদিক থেকে মাইকের কান ফাটানো গগণ বিধারী ঝনঝন শব্দে কণের পদা অক্ষত নিয়া বাসায় পৌছিতে পারিয়াছি তাহার জন্য মালিকের দরবারে হাজার হাজার শোকর! সাধারণত ইসলামে জন্মদিন পালন করার নিয়ম নাই এমনত শুনিয়া জানিয়া আসিতেছি কিন্তু নবী করিম (সাঃ) এর জন্ম দিন পালন করা কতটা যুক্তি সংগত তা বিবেচনার বিষয়। ওনার জন্ম আর মৃত্যু দিকে একি দিনে হওয়ায় ঐ দিনে কি করা উচিত তা নিয় কোরান হাদিস (আমার জানামতে) কোন কিছু র উল্লেখ নাই। কথা হচ্ছে সেটা না, এগুলোকে আমি ধমীয় সংস্কৃতির (ধম থেক বিচ্যুতি) অংশ হিসেবেই ধরে নিলাম, কিন্তু নিজেকে আজকে মনে হয়েছিল আমি পাকিস্তানে কোন একটা অংশের ভিতর দিয়ে যাচ্ছিলাম, যেভাবে আহমদিয়া তথাকথিত সুন্নিয়া মাদ্রাসা এবং উক্ত সম্প্রদায়ের অনুসারীরা পাকি চান তারা খসিত ঝান্ডা নিয়ে বাংলার মাটিতে শ্লোগান দিচ্ছিল। বাংলাদেশর পতাকা নিয়ে যদি অনুষ্ঠান টা করত তাহলে বলার কিছু ছিল না, কিন্তু সারা শহর পাকি ঝান্ডায় সয়লাব হবে কেন, রাস্তাঘাট বন্ধ করে জনৈক তাহের শাহ সংবধনা দেয়ার মানে কি! বাংলাদেশে আইন করে মাইকের ব্যবহার (যাতে সাউন্ড সীমার ভিতর থাকে) বন্ধ করা উচিত, সেটা ধমীয় , সাংস্কতিক, বা রাজনৈতিক যেকোন অনুষ্ঠান ই হোক না কেন। ধম বলে আমার কানের পদা ফেটে যায় মত ধমীয় বানী শুনতে হবে এটাক কোন উল্লেখ ধমীয় গ্রন্থে নেই।
আলোচিত ব্লগ
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।