হ্যামস্ট্রিং ইনজুরির জন্য দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষ না করেই ভারতে ফিরেছেন শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। না, শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে গেছে। কালই বিশ্বকাপ ২০১১-এর জন্য ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত। তাতে যথারীতি জায়গা করে নিয়েছেন রেকর্ড ৪৪৪ ওয়ানডেতে সর্বাধিক ১৭,৬২৯ রান ও ৪৬ সেঞ্চুরির মালিক ৩৭ বছর বয়সী শচীন টেন্ডুলকার।
দুই পেস বোলার শান্তাকুমারন শ্রীশান্থ ও ইশান্ত শর্মাকে বাদ দিয়ে ১৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছে ভারত। দলে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ও ব্যাটসম্যান রোহিত শর্মার। দলে চমক হিসেবে রয়েছেন মিডিয়াম পেসার প্রবীন কুমার ও লেগস্পিনার পিযুষ চাওলা।
ইনজুরির জন্য দক্ষিণ আফ্রিকায় চলমান ওয়ানডে সিরিজ না খেলে দেশে ফিরে এসেছিলেন বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর ও প্রবীন কুমার। কিন্তু এ তিনজনই বিশ্বকাপের দলে রয়েছেন। নির্বাচক কমিটির প্রধান কৃষ্ণমাচারী শ্রীকান্ত দল ঘোষণা করে বলেছেন, ‘সম্ভাব্য সেরা দলই বেছে নেয়া হয়েছে। আর যাদের ইনজুরি রয়েছে, সেগুলোর কোনোটাই তেমন কিছু নয়। আমরা নিশ্চিত, বিশ্বকাপের আগেই সবাই পুরো ম্যাচ ফিট হয়ে যাবে।’ দলে রয়েছেন অধিনায়ক ও উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনিসহ সাত বিশেষজ্ঞ ব্যাটসম্যান। অলরাউন্ডার হার্ড হিটিং ব্যাটসম্যান ইউসুফ পাঠান। চার পেসার জহির খান, মুনাফ প্যাটেল, আশিষ নেহরা ও প্রবীন কুমার। তিন স্পিনার হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিন ও পীযূষ চাওলা। লেগ স্পিনার চাওলার জায়গা পাওয়াটা অবাক করার মতোই। তার ২১ ওয়ানডের শেষটি চাওলা খেলেছিলেন ২০০৮ সালের জুলাইতে।
১৯ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে ভারত। গু্রপের বাকি দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ড। এখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল চলে যাবে শেষ আটের লড়াইয়ে।
ভারতের বিশ্বকাপ দল :
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দর শেবাগ (সহ-অধিনায়ক), শচীন টেন্ডুলকার, হরভজন সিং, যুবরাজ সিং, জহির খান, আশিষ নেহরা, গৌতম গম্ভীর, মুনাফ প্যাটেল, সুরেশ রায়না, বিরাট কোহলি, প্রবীন কুমার, পীযূষ চাওলা, ইউসুফ পাঠান, আর অশ্বিন।
আগামীকাল সকালবেলা আমারদেশের বাশ্বকাপ দল ঘোষনা করবে ক্রিকেট বোর্ড ।
আমার আশংকা হয়ত মাশরাফিকে ছাড়াই দল ঘোষনা করবে বোর্ড কারন লিং দেখুন
Word Cup-2011, BD Team Announcement
আমার মতে ভারত যদি অভিজ্ঞতার আলোকে আনজুড়ি আক্রান্ত শেবাগ, গৌতম গম্ভীর ও প্রবীন কুমার কে দলে রাখার মত বাজি ধরকে পারে আমরা কেন মাশরাফির মত দেশসেরা একজন ক্রিকেটারকে ১৫ সদস্রের দলে রাখতে পারবনা।
মাশরাফি যদিও পুরোপুরি ফিট ননতার পরও মাশরাফিকে দলে রাখলে আমার দলের ক্রকেটাররা অনুপ্রেরনা পাবে-এবং মাশরাফিও বিশ্বকাপ স্কোয়াড়ে থেকে তার ইনজুরিকে রিস্ক নিয়ে বাংলাদেশের জয়ের সঙ্গি হতে চায়।
মাশরাফির সেই চাওয়াটাকি খুব বেশি কিছু চাওয়া ?
উওর -আমার মতে অবশ্যই নয়।
কারন -মাশরাফি-বাংলাদেশর অন্যান্য খোলোয়াড়দের তুলনায় বেশ অভিজ্ঞ- তাই আমি চাই মাশরাফিকে ১৫ জনের দলে রেখে দল ঘোষনা করা হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



