আমি হাটি-চিরসবুজ বাংলার মেঠোপথ ধরে,
নদীর ধারে-কাশফুলেদের বনে,
আকাঁবাকাঁ আলের পথে পথে।
হেটে চলি-ব্যস্ত রাস্তার ব্যস্ত ফুটপাতে,
অনেক কোলাহল আর চিৎকারের মাঝে,
অনেক চাওয়া-পাওয়া ও নাপাওয়ার ভীড়ে,
অন্যয়-অবিচার-অসহায়ত্বের সাথে।
হেটে চলি-অতীতে---
হেটে চলি-এই সময়ে---
হেটে চলি-অনাগত অনন্তের পথে--
সীমাবদ্ধ সময়ে----
ক্লান্ত আমি!!!ফিরে আসি সেই শান্ত কুঠিরে।
মাগোঃ তোমার মুখে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি যেন--
তোমারি পাশে!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



