তৃঞা-তৃঞা--শুধু তৃঞা--------
মিটবে কি কোনদিন-তাতো জানি না।
শত মুখ আসে যায়-
আমি বসি কোন ঠায়,
তুমি আছ-তুমি নাই-
আমি তবু- খুজে যাই।
তৃঞা-তৃঞা শুধু তৃঞা-------
মিটবে কি কোনদিন-তাতো জানি না।
তবে শুকনো মরুর বুকে-
সাগর আসে কোন সুখে?
মধ্য গগনে আজ-
দু'কুল ভরা লাজ।
তাই অস্তিত্ব করে চুরমার-
ছুটে যাই বার বার,
ফিরে আর আসব কিনা
আমি জানিনা।
তৃঞা-তৃঞা শুধু তৃঞা-------
মিটবে কি কোনদিন-তাতো জানি না।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



