তুমি চির নবীন
তুমি যুবা
তুমি স্রোত
তুমি হাওয়া
তুমি মুক্তপ্রানের মুক্ত চাওয়া।
তুমি বিদ্রোহী কবি নজরুলের."বলবীর বল উন্নত মমশির "
তুমি শামসুর রাহমানের" স্লোগান মুখর ঝাঝালো মিছিল"
তুমি কবি গুরুর"আমার সোনার বাংলা"
তুমি নির্মলেন্দু'র আধিকারে নেয়া শব্দ "স্বাধীনতা"
তুমিই সেই "অনাগত শিশু
...যার জন্য এত আয়োজন।
তুমিই সেই "অনাগত ভবিষ্যত"
..যার জন্য সালাম-বারকাত-রফিক সহ
শহীদ হল লাখো প্রান।
..'৭১ এ মা-বোনেদের ইজ্জতের প্রতিদান।
..বঙবন্ধু'র বজ্রকন্ঠে মুক্তির আহ্ বান।
..স্বাধীন বাংলা বেতার থেকে গেয়ে উঠা..
উজ্জীবনের গান।
অতপর, "কারার ঐ লৌহ কপাট" ভেঙে ছিনিয়ে আনা শব্দ "স্বাধীনতা"
তুমি উদার..
তুমি মানবাতার..
তুমি অসহায়ের সহায়..
তুমি সবার।
তবে কেন এই জমিন..সাম্যহীনতার..বিশ্বাসঘাতকদের।
নিরপরাধী পায় শাস্তি..
অপরাধী পায় মুক্তি।
এত জবার দখল..
এত অসহায় মানুষ।
কুৎসিত-কুটনৈতিক-রক্তের রাজনীতি।
পরাক্রমশালীদের অত্যাচারে ভুলুন্ঠিত..
সাধারনের বেচে থাকার অধিকার।
তুমি নেই আজ.."তরুন মাধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষন"
আছো তথাকাথিত শিক্ষার্থীদের "টেন্ডারবাজিতে "
তুমি নেই আজ.."যেমন ইছ্ছা লেখার আমার কবিতার খাতা"
আছো দল ও সরকারি ইছ্ছার আজ্ঞাধীন হয়ে।
তুমি নেই ঐ ভাগ্য বিড়ম্বিত পথশিশুদের পাশে..
যারা জীবন যুধ্বে নমেছে...শৈশব কে পিছনে ফেলে।
তুমি নেই জীবন যুধ্বে কোনমতে টিকে থাকা..
কামাড়-কুমাড়
পঙু-পতিতা
চাষা-ভুষাদের দলে,
শ্রমিক-ক্রষকের ঘামে ভেজা উপার্জনে,
মুখের হাসিতে।
আছো পুজিপতি দের সাথে।
হে!! স্বাধীনতা!!
৪০ বছর পর তুমি কি সেই কাক্ষিত শব্দ?তুমি চির নবীন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



