চোখে চোখ পড়তেই এক নীরব যন্ত্রনা অনুভুত হয় হৃদয়ে,
কেননা আমি জানি অসম্ভব কল্পনার অবাস্তব এ প্রণয়ে,
"পরাজিত" শব্দটিই হবে আমার পরিচয়।
জানি আমি হবেনা কখনো আমার এ পাগলামির জয়।
প্রথম যেদিন দেখেছিলাম তোমায়,
সেদিন সে দালানটির কোণায়,
ভাবিনি তখন আমি,
সম্বল হিসেবে শুধু তোমার এই ছবি,
উপঢৌকন দিবে আমায় আজ দয়াময় ভূ-স্বামী।
অসীম দয়ালুর এই দয়ার সাগরে,
তিনি কৃপণতা দেখায় শুধুই,
এই ভিখারির এই ভালবাসার মাজারে।
সেই নীল পরীকে আমার চাই,
এই ছিল আমার আরাধণা,
পরিনামে বাস্তবতা নামক এই বেড়াজাল,
দিল শুধুই আমায় যাচনা।
তখন হয়ত আমি থাকবনা,
কাজ করবেনা তোমার কোন মিথ্যা কান্না,
কিন্তু, ওপারের ওই কাল্পনিক জীবনে,
পারবে বুঝতে তুমি তোমার আপন মনে,
আমার হৃদয়ে তোমার জন্য কি জড়ানো।
কারণ, থাকবেনা তখন তোমার চোখে কোন পর্দা পড়ানো,
খুলে দিবেন বিধাতা তোমার অন্তর্দৃষ্টি।
দেখবে কিভাবে হয়েছিল আমার আমিতে এক জীবন্ত কবরের সৃষ্টি।
সেদিন হয়ত বলবে আকাঙ্খিত সেই "ভালোবাসি",
সেদিনের আশা নিয়েই আজ বেচে আছি।
অপেক্ষা শুধু সেই কাল্পনিক দিনের,
মন হবে তৃপ্ত সুখ পেয়ে মিলনের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



