গীটারের তালে ছেলেটি মগ্ন,
জীবনে আছে তার ঘটনা কত নগ্ন।
ঘটনাগুলোই আজ গানের তালে,
তুলে আমি ধরতে চাই মেলে।
হৃদয়ের গহীনে কত বেদনার মিতালী,
বিধাতার কেন নির্মম খেলা তাকে নিয়ে,
কেন সপ্ত আসমানে বসে দেয় সে শুধু হাততালি।
কত সপ্নেরা করত খেলা তার মনের গহীনে ,
বাস্তবতা-ও কেন আজ তবে আপন মনে,
মুখ ফিরিয়ে নিয়ে করে শুধু তিরস্কার,
সম্বল যে শুধু তার সে ছবি,
এই একমাত্র তার পুরস্কার।
সপ্ন ভঙ্গের বেদনায় সে স্বদেশ ছেড়ে,
মাতাহীন প্রবাস তার সুখ নেয় কেড়ে।
কষ্টেরা যেন নাচে ছয় তারের সুরে,
বিষাদময়তা ঘেরা তার জীবন জুড়ে।
বন্ধুরা ছিল, ছিল ভালবাসা জীবনের প্রতিটি বাকে,
তার গীটারও যেন তার কষ্টে বিধাতাকে ডাকে।
ভালবাসা ছিল সবই নিকৃষ্ট মিথ্যাচার,
বিধাতা করেনা কেন সেই পিশাচিনীর বিচার।
বিধাতা কেন ছেলেটির তীরে নয় মহান,
বিধাতার দিনে দিনে নষ্ট হচ্ছে সম্মান,
তবু মানুষের সপ্নই যে তার মহত্বের প্রমান,
সে সপ্নই জীবিত রেখেছে তার সম্মান।
সেই পিশাচিনীই হবে একদিন তার সাফল্যের শিকার,
আগুনের লীলিহান শিখায় সে করবে হাহাকার,
কারন বিধাতার চূড়ান্ত বিচার শুনি বলে সমান,
তার দুষিত দেহ-মনের খোদা দিবেন কোরবান।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



