আজ আমি চাই ক্লান্তিহীন,
ক্ষুধাহীন, দুঃখহীন এক মানবজীবন।
আজ আমি চাই প্রচুর ঐশ্বর্য-
কিংবা হতে ঐ রাস্তার ভিখারী।
আজ আমি চাই স্বর্গের অপ্সরী।
আজ আমি চাই সকল অসফলতা ঠেলে-
সাফল্য ছুঁতে।
আজ আমি চায় অসম্ভাবনার ঘেরাটোপে-
নিজেকে সম্ভব করে তুলতে।
আজ আমি চায় সুখের বাণী-
ছুঁড়ে ফেলে দুঃখের আহবান।
আজ আমি চায় পেতে এক মুঠো অন্ন-
যার জন্য আমাদের জীবনযুদ্ধ;
যার জন্য আমাদের মধ্যে এত বৈষম্য।
আজ আমি চায় নিজেকে করতে মুক্ত-
মায়ার বাধঁন যেখানে অস্পৃশ্য।
আজ আমি চায় হতে অমর-
মৃত্যুর ভয় যেখানে অবহেলিত।
কিন্তু....
আমার সব আকাঙ্খা, সব চাওয়া
হবে কী বন্দী-
এক বাক্সে-
অন্ধকার কক্ষে?
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



