গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে, বিত্রনপি সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তাদের সংসদ সদস্যপদ বাতিল হওয়ার সময় যখন এসেছে তখন তারা সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক। কেননা, সংসদে সদস্যপদ না থাকলে তারা সংসদ থেকে সুযোগ সুবিধা পাবে না, দুর্নীতি করতে পারবে না। কারণ, সংসদ সদস্যদের সুবিধা খুবই বেশী। তারা তাদের যা ইচ্ছা তা করতে পারে। তারা শুল্কমুক্ত গাড়ী আমদানি করতে পারে, কিন্তু সাধারণ মানুষ পারে না। তারা বিশ্বকাপ খেলা দেখার জন্য দুটো করে টিকেট পাবে(সংসদীয় কমিটি সুপারিশ করেছে), কিন্তু সাধারণ মানুষ লাইনে দাঁড়ায়ও একটা টিকেট পায় না। তো তারা সংসদ সদস্য নিবার্চিত হয় নিজের পেট ঠিক রাখার জন্য। জনগণ তাদের কাছে কোন কিছুই না, জনগণকে তাদের দরকার শুধু ভোটের সময়। এদের কী জনগণের খবর নেয়ার সময় আছে, তারা তো অনেক ব্যস্ত মানুষ????
বিএনপি সংসদে না যাওয়ার জন্য আওয়ামী লীগ এক হিসাবে দায়ী। তারা সংসদে গেলেই জিয়াকে নিয়ে কথা বলা শুরু করে। আমার মন্তব্য হচ্ছে, এটার আদৌ কোন দরকার আছে কী? দেশের জন্য সবাই একসাথে কাজ করবে, তা না, তারা শুধু আছে ব্যক্তিগত বিষয়ক আক্রমণ নিয়ে। তাদের কাছে দেশপ্রেম বলতে কিছু আছে কিনা সন্দেহ??
আবার, বিএনপিও এটার জন্য দায়ী। তারা জনগণের জন্য রাজপথে নামে না, অথচ সাকা চৌধুরী জেলে গেলেই হরতাল ডাকে। খালি গোলপোস্টে গোল দিতে দিলেই যে কেউ ইচ্ছেমত গোল দিবে এটাই স্বাভাবিক; আর বিএনপি আওয়ামী লীগকে সেই সুযোগই দিচ্ছে। তাইতো আওয়ামী লীগ এখন আড়িয়াল বিলের জমি অধিগ্রহণ করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর বানানোর চিন্তা করছে। কেন ভাই, বিমানবন্দর যেগুলো আছে সেগুলো কি চাহিদা মিটাতে পারছে না?? যে বিমানবন্দরগুলো আছে সেগুলোই ঠিকমত ব্যবস্থাপনা করতে পারছে না, আবার নতুন বিমানবন্দরের চিন্তা করে। যে টাকাগুলো দিয়ে বিমানবন্দর বানানোর চিন্তা করছে সেগুলো দিয়ে বাংলাদেশ বিমান এর সুযোগ সুবিধা বাড়ানোর দিকে নজর দিলে কী হয় না?? বাংলাদেশ বিমান চিরস্থায়ী অলাভজনক প্রতিষ্ঠান, সেটাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কোন চিন্তা কি সরকারের মাথায় আসে না?? তবে রস+আলোর একটা কথায় খুব মজা পাইলাম; তাদের মতে : হয়তো একদিন এমন হবে, যেদিন বাসস্ট্যান্ডের জায়গায় বিমানবন্দর থাকবে। মানুষ বিমান নিয়ে যাতায়াত করবে।। সেই স্বপ্নে আমিও আছি।
শুধু একটা কথায় তারা সবাই বলতে পারে, গত সাত বছরে তো কিছুই হয় নাই। কেন, তারা কী বসে বসে মাছি মারছিল, আর আপনারাও বসে বসে কী মাছি মারতেছেন? টাইমমেশিন তো নাই, যে পিছনে ফিরে গিয়ে সব কাজ করে চলে আসবে? তাহলে, এই কথার যুক্তি কী?
শেষে একটা কথায় বলব, নুর হোসেনের মত অনেকের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, কিন্তু আমরা কী আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি???
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



