স্বাধীনতা-সে তো উড়ে যাওয়া ঐ পাখির মত
যে মানে না কোন বাধা;
স্বাধীনতা-সে তো নয়ন হতে ঝরে পড়া অশ্রু
ভাসিয়ে নিয়ে যায় যে সকল দুঃখকে;
স্বাধীনতা-সে তো সমুদ্রের ঐ ঢেউ
ভাসিয়ে নিয়ে যে তার পথের সব জঞ্জালকে;
স্বাধীনতা-সে তো তোমার-আমার আকাঙ্খা
যার অভাবে জীবন চলছে খুঁড়িয়ে;
স্বাধীনতা-সে তো হচ্ছে মায়ের মুখের হাসি
যার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা;
স্বাধীনতা-সে তো নয় রাজনীতির নামে রক্তের হলি-খেলা
যার কারণে আমরা বিপর্যস্ত;
স্বাধীনতা-সে তো নয় গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র
যার কারণে দেশের উন্নয়ন স্থির;
স্বাধীনতা-সে তো নয় ঘোষক নিয়ে যুদ্ধ
যার জন্য জনতাই আজ তাদের কাছে তুচ্ছ;
স্বাধীনতা-সে তো নয় পরস্পরকে দোষারোপ
যেটা আমাদের স্ব-প্রতিষ্ঠিত রাজনৈতিক সংস্কৃতি;
স্বাধীনতা-সে তো হচ্ছে একটি আকাঙ্খা
একটি আবেগ, একটি কল্পনা-
একটি স্বপন, একটি সংগ্রাম এর নাম;
যার প্রাপ্তিই আমাদের আরাধ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



