মজিলা ফায়ারফক্স ইউজাররা যারা তাদের ভার্সন কে ফায়ারফক্স ৪.০ এ আপগ্রেড করেছেন তাদের জন্য :
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৫.১৯ যারা ব্যবহার করেন, তারা আপগ্রেড করলে দেখবেন যে, অ্যাড-অন্সটি কাজ করছে না। ইউটিউব থেকে ডাউনলোড করতে গেলে দেখবেন যে, বারটি দেখাচ্ছে না। এজন্য আপনাকে আপনার অ্যাড-অন্সটি আপডেট করতে হবে। নিচের লিংক থেকে আপনি অ্যাড-অনসটি ইনস্টল করে নিন :
আইডিএম
এখানে, ধাপঅনুসারে কিভাবে ইনস্টল করতে হবে-তা দেওয়া আছে। তাই আবার দিলাম না।
অনেক আগেই এ পোস্ট দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরীক্ষার কারণে দিতে পারি নাই।
আশা করি, আপনাদের কাজে লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



