
কলমের কালিটা শেষ
আজ আর প্রতিবাদ লেখা হবে না।
কমরেড আমি রক্তে লিখতে পারি না।
আমাকে কি আজকের মত ছুটি দেবেন?
আজ গোলাপ ফোটার দিন ,
বাইকটা থামিয়ে সিগারেট ধরাতেই মনে পড়লো।
আচ্ছা কোথাও কি গোলাপ ফুটেছে?
আজ কি কারো ঘর পুড়লো?
এটাই নিত্যদিনের চেতনা।
আনন্দ বেদনার কাব্য খূঁজে বেড়াই প্রহরে প্রহরে।
আজ আমি স্বপ্ন দেখতে চাই।
একসাথে ভাগ করে খাবো উচ্ছিস্টের খাবার।
ঘুরে বেড়াবো একটা ছিন্নমুল শিশুর হাত ধরে।
হাওয়াই মিঠাই এর রঙ মুখে মাখিয়া সঙ সাজবো।
আজ আমি স্বপ্ন দেখতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




