যাপিত জীবনের কোনটাই এখন আর আমাকে আহত করে না
ফোন বিল, গ্যাস বিল , বিদ্যুত বিলের মত তুমিও একটা খসড়া মাত্র,
কাগজের ভাজে দুমড়ানো
হৃদয়ের ভাজে লুকানো
খোঁজার অভিপ্রায় নাই বললেই চলে
তরুলতা এমন নিষ্ঠুর জীবনে তুমি কেনো এলে?
ইট-কাঠ-পাথরের বাড়িতে এসে
হারিয়ে ফেলেছি তোমাকে অনেকের মাঝে
তারাগুলো আলো অন্ধকারে জ্বলে
এখানে এমনিতেই আলোর থোকা।
এই তো, এখানে তুমি, উপেক্ষিত আমার ঘরে
তুমি আছো জল কলকলে
ঘরময় খেলা বেড়াও প্রজাপতির ডানা মেলে,
অথচ জানো না এখানে আমি একা
একেকদিন অন্ধকারে আমি তোমাকে চিনে ফেলি
আমারও নও তোমার ও নই
আমি এক ----------
অরণ্যের জোনাক পোকা।
তরুলতা এমন নিষ্ঠুর জীবনে তুমি কেনো এলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




