আমায় নিরাশার গর্ভ হতে তুলে
তুমি স্বর্ণচূড় পাখি,
নিয়ে এলে বলো এ কোন স্বর্গাচলে।
এখানে আকাশ বিস্তৃত গাঢ় নীল
তুমি ছুঁয়ে দেখবে বলে,
নেমে এসেছে সোনালী ডানার চিল।
এখানে জ্যোৎস্নার ফুল ঝরে সারা রাতভর
শুধু আমরা দুজনে,
নক্ষত্রমালা দিয়ে শূন্যে সাজাব ঘর।
আমাদের দু'জনার অবিচল প্রেমে
স্বপ্ন স্বর্গপাড়ে,
কেটে যাবে ওগো দিন ও রজনী- তবু সময় যাবে থেমে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




