অর্ধ নারী অর্ধ নর মুর্শেদ মহেশ্বরের কতৃপক্ষকে লিখা মন্তব্যখানা সযতনে শোভা পাইতেছে ব্লগের শীর্ষে- শীর্ষে থাকবার শীর্ষসুখে মদির মহেশ্বর নানাবিধ ধাঁচে জপমালা জপেছেন- ভালোই লাগলো তার অভিভাষণ পরে-
অনেক দিন ছিলাম না তাই বুঝে উঠতে সময় লাগছে- ব্লগ বিরতি- ব্যান- আনব্যান খেলার কারণ শুলুকসন্ধানের জন্য পাতার পর পাতা পিছিয়ে যাওয়াও কোনো সমাধান নয়-
ছন্দে ছন্দে লেখার ইচ্ছা থাকলেও সেটা করবো না এখন- অত পরিশ্রম এখানে দেওয়া ঠিক হবে না- তাই ছোট্টো করে ছড়াটা সমাপ্ত করি-
অর্ধ নারী অর্ধ নর মুর্শেদ মহেশ্বর
শালীনতার নীতিমালা আঁচলের আড়ালে শুদ্ধস্বর-
১. প্রথমত এই সাইটটিতে নারীদের অংশগ্রহণ ও তাদের নিজস্বর মত প্রকাশের পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারিনি। ভার্চুয়াল বখাটেদের উৎপাত এখানে নারীদের স্বাধীন মত ও অভিব্যক্তি প্রকাশে বাধা হয়েছে।
এই অংশটা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে- এখানে ভার্চুয়াল বখাটে আদতে কারা-
২. ভার্চুয়াল বখাটেদের পাশাপাশি কোনো দল, মতাদর্শ ও গ্রুপের ভার্চুয়াল গুণ্ডারা এখানে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নানারকম গুণ্ডামী করে যাচ্ছেন। ফ্লাডিং, টপ রেটিং, মাল্টিপল নিক ইউজ করার মধ্য দিয়ে এরা সক্রিয় থেকেছেন। ব্লগের বাইরের ফোরাম থেকে তারা সমমনাদের সংগঠিত করে সামহয়ারের ওপর ঝাপিয়ে পড়েছেন। এখানকার পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছেন। বিভিন্ন মতের ব্লগারদের ব্যক্তিগত আক্রমণ করেছেন। পাবলিক ফোরামে তাদের নাজেহাল করার চেষ্টা করেছেন।
আমার পাঠ শুরু হয় এখানেই- কে বা কারা এই মহেশ্বরকে নাজেহাল করে কিংবা মেয়েদের ভার্চুয়ালী উত্যক্ত করে কারা? কাদের হামলার শিকার মহেশ্বর- তিনি এইসব গুন্ডাদের কাছ থেকে রেহাই চান- মনে পরে বাংলা ছবির বিখ্যাত উক্তি -ছেড়ে দে শয়তান- তুই আমার দেহ পাবি মন পাবি না-
যাই হোক তার উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করি- তিনি তেল দিতে দিতে এই তৈলসংকটে ভোগা দেশকে একটা সঠিক পঠে পরিচালিত করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


