লোকালয় ছেড়ে নিভৃতে যাবার বাসনা পুষেছি
সুবিনয়ে সবিস্তারে ভেবেছি এইসব- ভেবেছি
সুদূর নীলিমার নীলে কী যে লিপি রটাচ্ছে রবি
স্যাটেলাইট- সাইবার পাথের ক্যাবলের ভীড়ে
জলে- জলাধারে ধীরে বহমান মেঘের মতোন
বেদনারা একাকার হয়ে হাওয়ার আগ্রাসনে
বয়ে চলে- বয়ে চলে নীল- শূন্যতা ওঁ সুন্দরম্!
মাঘের শীতের রাতে পোয়াতী কুকুরের মতোন
ব্যাগ্র ব্যক্ত যন্ত্রণার আঁচড়ে মুখের রেখা স্পষ্ট
এবং ঘুম আমাদের নিরাশ করে না অতিশয়
একদিন পোয়াতী কুকুরের ছানারা বড় হবে
বুড়ো হবে আমি, শৈশবের সুবর্ণদিনের ফড়িং
যতিরে উড়তে শেখাবে, আমি আর ব্যক্ত হরিণ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



