যদি কখনো দুটি ভিন্ন দর্শনের মানুষ
এক হয়ে চলে একই লক্ষ্যে, উদ্দেশে
চলার ছন্দ গুলিয়ে যদি যায়
পিছিয়ে তারা পরবেনা কি?
সুনির্দিষ্ট লক্ষ্য থেকে, বিচ্যুত হয়ে পায়ের
তলার পৃথিবী?
কিংবা যদি না কেঁপে যায় পায়ের তলার মটি
অক্ষর গুণে ছন্দ মেলানোর মত কবিতার
যদি মিলিয়ে যায় তারা পরস্পরের
অসম পদক্ষেপ; অন্তমিলহীন অতীত
যদি চোখ রাঙিয়ে যায়, তখন
লক্ষ্যে ছোড়া তীর হবে না যে বিন্দুভেদী
জানবে না, মানবে না কী তারা?
তবু হয়ত লক্ষ্য এক হলে দর্শনগত পার্থক্য
ক্রমে দূরে সরে যায়
কেননা চলার পথ নয় সে পিছিয়ে পড়ার
অবিরাম, কান্তিহীন যদিও তা অনিশ্চিত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



