সুড়ঙ্গের মত বেঁকে গিয়ে গভীরে যে পথ
নির্দ্বিধায় আলিঙ্গন করেছে অন্ধকার; ক্রমাগত রহস্য যার
বেড়ে গেছে, যে পথ পিচ্ছিল
আর যার কাদায় কোন পঙ্কিলতা নেই, যদিও
কাদামাখামাখির ভয় সে প্রকট কিংবা বলা যায় অনিবার্য;
উপাত্যকার মাঝ বরাবর সেই সুড়ঙ্গ পথকে
যারা গিরিপথ বলে সনাক্ত করে, তাদের
আরাধ্য আকাঙ্খা অপেক্ষায় বেড়ে আকাশ ছুঁয়ে আসে এবং
সে কামনার পতনের শব্দ তাদের
বারবার মুর্ছিত করে আবার ফিরে আসে।
ফিরে আসে গিরি-পথের আরাধ্য অন্ধকার
ফিরে আসে মুর্ছিতের আস্ফালন:
ও পথ সে মারাবে না আর;
ফিরে আসে কোনদিন সে ভূ-ভাগ নিজে
আর পথিক প্রথমবারের মত পথ পাড়ি দেবার সাহস দেখায়।
কেননা সৃষ্টির শুরুটা ঠিক এমনটাই ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



