ভেতরে আগুন আছে ভুলে হাত বাড়িওনা
পুরে হয়ে যাবে অঙ্গার; অতঃপর
চাইবে হয়তবা আবার!
অনিশ্বেস পতনের শব্দ
মনে হবে তোমার কাছে, দূর-পাল্লার বাস
মহাসড়কের মাঝবরাবর যাচ্ছে দ্রুত-
হঠাৎ গতিরোধক, চালক সচকিত;
চেপে আছে সতর্কতার বোতাম।
তুমি বললে, আগুন
আমি বললাম, ইপ্সিত যুগল স্তন!
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



