একটি প্রস্তাবনা : অতঃপর শব্দায়ন
আমাদের বসবাস প্রবাহমান সময়ে
সময়ের ঘূর্ণিজালে ডুবতে ডুবতে ভেসে উঠছে কেউ কেউ
যাপিত জীবনের ঘাত-অভিঘাতের দিক নির্দেশন কেবল অনিশ্চয়তার দিকে
সেই ডোবার পরে ভাসা আর অনিশ্চয়তায় যারা সুখ খুঁজে ফেরেন
নিশ্চিত উদ্ধতায় বলতে চান অব্যক্ত কল্যানকর কথা জীবনে, কবিতায়
তাদের আমন্ত্রণ জানাচ্ছে অতঃপর শব্দায়ন।
স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে স্পষ্টতা পেয়েছিল
কবিতা পত্রিকা শব্দায়ন
পেরেছিল শুদ্ধ সংলাপের করতে উদ্ধত বয়ান;
অনিবার্যতায় জন্মেছিল কবিতা পরিষদ সে সময়ে।
আন্দোলন থামে নি, থামে নি শাসন আর ক্রমাগত ক্রোধ জন্মাবার প্রক্রিয়া,
কিন্তু থেমে গেছে তাদের উদ্দীপ্ত কন্ঠ; কারণ সময়।
তাদের উদ্যমতার ভষ্ম আজও সকরুনে ডাকে,
ডাকবার ভাষা ভোলে নি তাঁরা; আমাদের ঔরসে কবিতা পরিষদ’র পুনঃজন্ম
পুর্ব-প্রজন্মের সাথে করতে আলিঙ্গন, মিলাতে কন্ঠ একই সুরে
প্রয়াস পাই অতঃপর শব্দায়ন প্রকাশের।
অতঃপর শব্দায়ন সম্ভাষন জানাতে বাড়িয়ে আছে হাত
যারা বলতে চায় চরম উদ্ধতায় জীবনের কথা; কারণ সময়।
মাধ্যম
যোবায়ের শাওন
০১৭২৯-৯৩৯৫১২
[email protected]
উৎসব মোসাদ্দেক
০১৭৩৫-১০৩৭৪৪
[email protected]
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



