এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলো
আর যে আলো, মুক্তি, ইতিহাস ছিল
জন্মবিত্তান্ত ছিল যে মুক্ততার
অপরাজেয় সেই সবকিছু নতমুখে পড়লো দাঁড়িয়ে।
একফোঁটা স্নিগ্ধতা ছিল না বাতাসের
তখন; গৌরব হয়ে গেলো রূপকথা
আর সে রূপকথা আঁকা পাতাগুলো হঠাৎ
কাগজ পোড়ার গন্ধে ছাই হয়ে গেলো।
অপরাজেয় বাঙলা পরাজিত হল
পণ্যের প্রচারে হল ব্যবহৃত;
কেননা তার পেয়ে বসেছিল তারকাখ্যাতি আর
মূল্য পাবার আকাঙ্খা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



