অঙ্কুরোদগমিত বীজ রোপনের অপেক্ষায়।
জমি নষ্ট, আর তাই সময়ের ফেরে বুঝি
নষ্ট হয়ে যাবে এবারও
অঙ্কুরোদগমিত বীজ রোপনের ব্যর্থতায়!
সময়ের কাল অতিক্রান্ত হয়ে যায় বারবার
বৃষ্টির সান্নিধ্যে বীজ ফেটে বের হয়
সম্ভাব্যতার বৃক্ষ; বৃক্ষের স্বপ্নদোষে
নষ্ট হয় বীজ কেননা সময়!
সময় শেষে আবার’ সময় ফেরে, আশ্চর্য
নক্ষত্রের গতিবিধি বোঝে সে সাধ্য কার!
অলৌকিক নক্ষত্রেরা নিয়ে আসে বারেবার
বৃষ্টির মৌসুম; পুনঃপুনঃ পুণর্বার
অঙ্কুরোদগমিত হয় বীজ, তবুও নষ্ট যখন জমি
বৃক্ষের সম্ভাব্যতা অনিশ্চয়তায় হারায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



