
হে মুসা তুমি যে পয়গম্বর, আল্লাহ-র তুমি কত নিকটের-
তোমার ১০ টি নির্দেশ কোথা? মাসুম বাচ্চা মরিছে ফের!
শাতিলা সাবেরা শিবিরে শিবিরে রক্তের খেলা হোলি-
উম্মত তব যেন ফেরাউন, কাকে তবে দেব গালি?
নীল নদ পানি সরে গিয়েছিল কোন শক্তিতে বল?
সেই শক্তিতে ওদের ওপরে অভিসম্পাত ঢাল!
ওদের রাস্ট্র ইসরাইলে কি বনী ইসরাইলীরা আছে?
রাস্ট্র ওখানে সন্ত্রাসী খুনী-প্রিয় প্রভূদের কাছে-
পদলেহনেই দিনমান যায় রাব্বীরা কেন চুপ?
লুঠেরার অপশক্তির কাছে, মুসা তুমি নিশ্চুপ!
নতুন মানুষে নর শয়তানে লুসিফার করে খেলা-
জেরুজালেমের পথে পথে কারা বসায় মৃত্যু মেলা?
ধর্ম ধারন করে যে মানুষ, তারা তো ও দেশে নেই-
মুসা তুমিও কি আজ ফেরাউন? পাচ্ছিনা খুজে সেই!
হারামজাদারা অস্ত্র তেলের বিশাল ব্যাবসা ফেদে-
জন্ম দিয়েছে "প্রমিজড" ল্যান্ডে, সেথা মানুষেরা কাঁদে!
এই সেই জাতি, যারা করিয়াছে পাথরে ক্ষত বিক্ষত-
নিজেদের নিজ পয়গম্বরে, তাই অভিসম্পাত!
তাই তবে হোক, ব্যাবসায়ী লোভে পুড়ুক পূন্যভূমি-
ওরা যে তোমার উম্মত নয়, ফিরে চল মুসা তুমি!
মুক্তি যুদ্ধে অভ্যস্ত হে, আমরা বাংলাদেশী-
ঘৃনা করি দেই অভিসম্পাত! জাগো হে কেনান বাসী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



