আল্লাহ সমবন্টন করেন না.....
একদিন নাসিরুদ্দিন হোজ্জা (পণ্ডিত নসর উদ্দিন খোজা) প্রাকৃতিক সৌন্দর্য নিরীক্ষণ করতে করতে আল্লাহর প্রশংসাধ্বনি উচ্চারণ করছিলেন- 'ইয়া আল্লাহ তোমার অপার সৌন্দর্যের মহিমা আমি উপভোগ করছি কিন্তু সেই সৌন্দর্যের মহিমা বর্ণনা করার এলেম আমাকে দাওনি.....'।
এমন সময় কয়েক কিশোর কিছু একটা নিয়ে ঝগড়া বিবাদ করছিলো.... হোজ্জা কিশোরদের কাছে গিয়ে জানতে চাইলেন- 'কি নিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে'?
কিশোর দল বললো, আমরা এই আখরোট বাগানে কিছু আখরোট কুড়িয়ে পেয়েছি, তার ভাগাভাগি নিয়ে ঝগড়া লেগেছে.... সবাই বেশী নিতে চায়.....
কিশোরদল হোজ্জাকে মধ্যস্থ মানলো ভাগ-বাটোয়ারা করে দেবার জন্য। হোজ্জা হেসে শুধালেন, ‘আল্লাহ যেভাবে ভাগ করে দেয় সেইভাবে ভাগ করে দেবো, না কি মানুষের মতো ভাগ করে দেব?’
বাচ্চা কিশোররাই আল্লাহর গুণ মানে বেশি, সমস্বরে বললো, ‘আল্লাহর মতো’।
হোজ্জ কাউকে দিলেন দশটা, কাউকে পাঁচটা, কাউকে দুটা, কাউকে একটাও না.....।
বাচ্চারা বিরক্ত হয়ে বললো, "এ কী! একে কি ভাগ করা বলে?"
হোজ্জা গম্ভীর হয়ে বললেন, ‘চতুর্দিকে তাকিয়ে দেখ, আল্লাহ কোনো কিছুই কি সমান সমান সব মানুষকে দিয়েছেন? সমান ভাগাভাগি শুধু মানুষই করে।'
(সৈয়দ মুজতবা আলীর- শবনম উপন্যাস থেকে)
পুনশ্চঃ আল্লাহ সমবন্টন করেন না, যোগ্যতা মেধা ও শ্রম দিয়ে অর্জন করতে হবে। কিন্তু যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে কোনো আপসোস থাকবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


